ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত

0
487

রাজধানী লাগোয়া শিল্পাঞ্চল আশুলিয়ায় চলন্ত বাসে নারীকে হত্যা ও তার পিতাকে ফেলে দেয়ার ঘটনার ২৪ ঘন্টা পার না হতেই এবার ডাকাতের গুলিতে আবুল সরকার (৫৫) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন।

 

এঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই মকবুল সরকার। এসময় ডাকাত দলের সদস্যরা বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও ওই গৃহকর্তার লাইসেন্সকৃত একটি বন্দুক লুট করে নিয়ে যায়। আজ রোববার ভোর রাতে আশুলিয়ার দুর্গাপুর এলাকার সরকার বাড়িতে ডাকাতি ও হত্যার এ ঘটনা ঘটে। নিহত আবুল সরকার ওই বাড়ির হালিম সরকারের ছেলে। নিহতের ভাই মকবুল সরকার বলেন, ‘তাদের একতলা বাড়ির জানালার গ্রীল কেটে ১০/১২ জনের ডাকাত দলের সদস্যরা ঘরের ভিতরে ঢুকে। পরে ডাকাতদলের সদস্যরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এসময় ডাকাত দলের সদস্যরা ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও বাবা হালিম সরকারের নামে লাইসেন্সকৃত বন্দুকটি লুট করে নিয়ে যায়।’তিনি আরো বলেন, ‘এর আগে মোবাইল ফোনে বিষয়টি প্রতিবেশীদের জানানো হয় ভুক্তভোগীদের পক্ষ থেকে। এরই মধ্যে ডাকাতরা সবাই ঘর থেকে বের হয়ে যায়। ঘটনায় প্রতিবেশীরা আসতে শুরু করলে এবং ভুক্তভোগীরা সবাই বের হয়ে দেখেন ডাকাতদলের দুই সদস্য বাউন্ডারির পাশে অবস্থান করছে। এসময় বড় ভাই আবুল সরকার তাদের ধরতে গেলে ডাকাতদলের একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও কুপিয়ে জখম করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’আশুলিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুল হক ডাবলু জানান, ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের দাবি ডাকাতরা হামলা চালিয়ে ও গুলি করে আবুল সরকারকে হত্যা করেছে। তবে পরিবারের দাবির পাশাপাশি জমি সংক্রান্ত কোনো বিরোধ বা পূর্ব শত্রুতার কোনো ঘটনা রয়েছে কি না সে বিষয়গুলো মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen − six =