নির্বাচন ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর

0
818

একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়ে পুনঃতফসিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন,

 

সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৩ ডিসেম্বরের (রবিবার) পরিবর্তে ৩০ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশনের ইভিএম প্রদর্শনীতে গিয়ে এ ঘোষণা দেন তিনি। সিইসি বলেন, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর (বুধবার)। গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ২৩ ডিসেম্বর রবিবার ভোট গ্রহণ হবে বলে জানান। তফসিল ঘোষণার পর ইসিতে বিএনপির প্যাডে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট। এতে নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানানো হয়। অপরদিকে যুক্তফ্রন্ট নির্বাচনের তফসিল এক সপ্তাহ পেছানোর দাবি জানায়। এদিকে, রাজনৈতিক জোটগুলোর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ পিছিয়ে দিলে তাতে আওয়ামী লীগ আপত্তি করবে না বলে আগেই জানিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফলে জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন জোটের দাবির পর ভোট এক সপ্তাহ পিছিয়ে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণের ঘোষণা দিল নির্বাচন কমিশন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − twelve =