ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

0
581

রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাটে আজ রোববার সকালে পল্লী বিদ্যুতের সরঞ্জামাদিবাহী ট্রাকের সাথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর উভয় যানই পুকুরে পড়ে যায় । এতে অটোরিকশাটির তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

 

চার যাত্রীকে গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ নয়া দিগন্তকে জানান, রোববার সকাল সোয়া ১০টার দিকে রংপুর থেকে বদরগঞ্জগামী পল্লী বিদ্যুতের সরঞ্জামাদিবাহী ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪১৯৭১) বদরগঞ্জ সড়কের লাহিড়ীর হাটের জোড়া পীরের মাজারের সামনে রংপুরগামী যাত্রীবোঝাই একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহনই পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। তারা সবাই অটোরিকশার যাত্রী। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার এবং আহতদের উদ্ধার চারজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। নিহতদের মধ্যে বাদশা আলমগীর (৩৪) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বদরগঞ্জের বৈরামপুর এলাকার ইউনুস আলীর পুত্র। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ‘হাসপাতালে চিকিত্সাধীনদের অধিকাংশের অবস্থা গুরুতর। ঘটনার পর ওই সড়কে শতশত মানুষ ভিড় করলে চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আমরা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। তবে এ ঘটনায় ট্রাকের হেলপার ও ড্রাইভার পালিয়ে গেছে।’ রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সামসুজ্জোহা নয়া দিগন্তকে জানান, ‘ঘটনা শোনা মাত্রই সেখানে আমরা উদ্ধার অভিযান চালাই। আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। এখন দুর্ঘটনাকবলিত অটো ও ট্রাক উদ্ধারের কাজ চলছে।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 + five =