নয়াপল্টনে হামলাকারী সোহাগ গ্রেফতার

0
655

রাজধানীর নয়াপল্টনে লাঠি হাতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরে অংশ নেওয়া সেই সোহাগ ভূইয়াকে আটক করেছে পুলিশ। তিনি শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

 

জানা গেছে, সোহাগকে ধরতে প্রথমে তার বোন সেলিনাকে আটক করে পুলিশ। পরে সোহাগকে আটকের পর তার বোনকে ছেড়ে দেওয়া হয়। সোহাগের বাবা অভিযোগ করেন, রবিবার শাহজাহানপুর থেকে তার ছেলে সোহাগকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে ডিবির ডিসি (পূর্ব) খন্দকার নুরুন্নবী ছাত্রদল নেতা সোহাগকে আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে আটকের চেষ্টা চলছে। ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিশু বিশ্বাস জানান, ভিডিও ফুটেজ দেখে আমরা হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছি। এর মধ্যে সোহাগ অন্যতম। ঘটনার দিন সোহাগ গ্যাবডিং প্যান্ট ও পাতা কালালের শার্টের বোতাম খোলা অবস্থায় লাঠি হাতে হামলা ও ভাংচুরে অংশ নেয়। এরপর থেকে পুলিশ তাকে খুঁজছিল। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। প্রসঙ্গত, গত বুধবার নয়াপল্টনে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় পল্টন থানায় করা তিনটি মামলায় এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven − two =