ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

0
481

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার পরিদর্শনে  আজ (১৮ নভেম্বর) ঠাকুরগাঁও সদরের খোঁচাবাড়িতে সার, বীজ-কীটনাশক, খাবার হোটেল ও  ওষদের দোকানে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

বাজার পরিদর্শনকালে খোঁচাবাড়ীতে অবস্থিত জেড এফ ট্রেডার্স কে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৭ ধারায় ২০০০/টাকা,সততা মেডিক্যাল ষ্টোরকে ৫১ ধারায় ৩০০০/টাকা, নিরিবিলি হোটেল কে ৪৬ ধারায় ২০০০/টাকা এবং সততা হোটেল কে ৪৩ ধারায় ৩০০০/টাকা সহ সর্বমোট ১০০০০/(দশ হাজার) টাকা জরিমানা করা হয়। পরিদর্শনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শেখ সাদীর নেতৃত্বে বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটির (বিসিআরএস) ঠাকুরগাঁও জেলার সাধারন সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ জাকির হোসেন (বাচ্চু), জেলা মার্কেটিং অফিসার শামসুল আলম, জেলা ব্যবসায়ী নেতা ও চেম্বারের প্রতিনিধি জাহাঙ্গীর সওদাগর লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন এএসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ঠাকুরগাঁও সদর থানার তিন সদস্যের প্রতিনিধি দল। সে সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতা, ব্যবসায়ী নেতা, ভোক্তা সাধারণের মাঝে সচেতনতামূলক উপদেশ এবং লিফলেট প্রচার করা হয়। জনস্বার্থে এই বাজার পরিদর্শন অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 + 20 =