ঈদুল আজহার দ্বিতীয় দিনে রূপসা সেতুতে মানুষের ঢল

0
481

রেজাউল ইসলাম তুরান: খুলনার রূপসা সেতুতে ঈদুল আজহার দ্বিতীয় দিনে সর্বস্থরের মানুষের ঢল নেমেছে। দুপুরের দিকে আবহাওয়া কিছুটা খারাপ হলে ও থামিয়ে রাখতে পারেনি আনন্দ পিপাসীদের। সরেজমিনে রবিবার (২৩ আগস্ট) বিকালে খানজাহান আলী (রূপসা সেতু) ঘুরে দেখা যায়। পরিবার পরিজন নিয়ে কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যাস্থ সবাই। এছারা অনেকে ট্রালারে করে ঘুরে বেড়াচ্ছে নদীতে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে আসা মিজান শেখ জানান, অফিসের কাজের জন্য সবসময় ব্যাস্থ থাকতে হয়। যার কারনে পরিবারের সাথে তেমন সময় দিতে পারি না। তাই ঈদুল আজহার দিনে দুই ছেলে মেয়ে কে নিয়ে চলে আসলাম ঐতিয্যবাহী সেতু দেখতে। এখানে এসে আমরা সবাই খুব আনন্দ করেছি। রূপসা উপজেলার নতুন হাট থেকে আসা রাসেল শেখ বলেন, ঈদের দিন কোন কাজ নেই যার কারনে ব্রীজে এসেছি একটু ঘুরাঘুরি করার জন্য,তিনি বলেন সবাই যে ভাবে আনন্দ করছে তা দেখেই অনেক ভাল লাগছে। আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত সদস্যরা বলেন ঘুরতে আসা লোকেদের যাতে কোন প্রকার অসুবিধা না হয় সেদিকে লক্ষ রাখা হয়েছে। এছাড়া ব্রীজের নিচে বসেছে বাহারি খাবারের দোকান। ফুচকা ও চটপটির দোকান গুলোতে উপচে পরা ভীর লেগেই আছে। ব্রীজের নিচে থাকা রাসেল হালদার নামের এক চটপটি বিক্রেতা বলেন, ঈদের দিনের থেকে আজ একটু বিক্রি ভাল, যদি কোন প্রাকৃতিক বিপর্যয় না হয়। তাহলে আজকে বেচাকেনা ভাল হবে এবং লোকের আগমন বেশি ঘটবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + eleven =