রূপসায় জেলা প্রশাসক বর্তমান সরকার তৃনমূল পর্যায়ের মানুষের সেবা নিশ্চিত করার জন্য বদ্ধ পরিকর

0
428

রূপসা প্রতিনিধিঃ-খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, বর্তমান সরকার তৃনমূল পর্যায়ে মানুষের সেবা নিশ্চিত করার জন্য বদ্ধ পরিকর। যার কারনে গ্রাম পর্যায়ের মানুষের সকল সুযোগ-সুবিধা প্রদান অব্যহত রেখেছেন। তাছাড়া তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাাভাবিক রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে কোনক্রমে নির্বাচনের পরিবেশ ব্যাহত না হয়।

তিনি বুধবার (২৬সেপ্টেম্বর) বেলা ১১ টায় রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত তার রূপসায় আগমন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইসরাত জাহান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপসী রাবেয়া, জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ যোবায়ের, শাহিনা আক্তার লিপি, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানা, থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু। যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, প্রকৌশলী মো. মহিউদ্দিন মিয়া, আবাসিক মেডিকেল অফিসার তারেক-উর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা প্রবীর রায়, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী, নির্বাচন কর্মকর্তা এম নাসির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, পিআইও মো. সোহাগ খান, উপ-সহকারী (জনস্বাস্থ্য) প্রকৌশলী রুনা আক্তার সুমি, আনসার বিডিবি কর্মকর্তা সৈয়দ মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গীর শেখ, সাধন অধিকারী, খান শাহজাহান কবির প্যারিস, কাজদিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ ভট্রাচার্য্য, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, কৃষ্ণপদ রায়, সরজ চন্দ্র হালদার, আ’লীগ নেতা আ. মজিদ ফকির, বিনয় কৃষ্ণ হালদার, দুপ্রক সভাপতি আ. রশিদ, ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আ. সালাম প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আশ্রয়ন প্রকল্প-২ এর অধিনে জমি আছে ঘর নাই প্রকল্প পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 1 =