তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডের ছয় বছর

3
911

আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডের ছয় বছর পূর্ণ হল আজ। ২০১২ সালের এই দিনে সন্ধ্যা ৬টার দিকে পোশাক কারখানাটিতে আগুন লাগে।

 

সরকারি হিসেবে ওই ঘটনায় প্রাণ হারায় ১১৩ জন। আহত হয় আরও শত শত শ্রমিক। আহতদের মধ্যে এক বছর পর আরও এক শ্রমিক মারা যান। এখনও আহতদের অনেকেই বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছেন। তখন ৯ তলা বিশিষ্ট কারখানাটিতে আগুন লাগার সময় কাজে নিয়োজিত ছিল তিন থেকে চার হাজার শ্রমিক। আগুন লাগার পর মুহূর্তেই আগ্নেয়গিরিতে পরিণত হয় পোশাক কারখানাটি। সেই আগুন ছিল অপ্রতিরোধ্য। দমকল বাহিনীর বিশাল বহর সেই আগুনের কাছে অসহায় হয়ে পড়ে। আগুন জ্বলতেই থাকে। সব কিছু পুড়ে ছাঁই করে দিয়ে প্রায় চার দিন পর আগুন নিভে যায়। তারপর যে দৃশ্য সামনে আসে তাতে শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্ব হতবাক হয়ে পড়ে। নিহত শ্রমিকের মধ্যে ১০১ জনের আগুনে পুড়ে যাওয়া নিথর দেহ বের করে আনা হয় অগ্নিগর্ভ থেকে।

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − 8 =