Site icon Aparadh Bichitra

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

টাঙ্গাইলের মধুুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে এ ঘটনা ঘটে।

 

নিহত পাইলট হলেন বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ। অরণখোলা ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২শে নভেম্বর থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে মহড়া ছিল। কিন্তু শুক্রবার বিকালে বাংলাদেশ বিমানের এফ-৭ বিজি নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়। বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে শরিক হয়। আইএসপিআর জানিয়েছে, উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু বিমান বাহিনীতে কমিশন পান ১৯৯৭ সালে। তার বাড়ি ঈশ্বরদীতে। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আইএসপিআর।