Site icon Aparadh Bichitra

মিশরে তিন হাজারেরও বেশি বয়সী একটি মমি উদ্ধার

মিশরে তিন হাজারেরও বেশি বয়সী একটি মমি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একজন নারীর মৃতদেহকে মমি করে রাখা হয়েছিল। তা একটি কফিনের ভিতর পাওয়া গেছে।

 

শুরুতে যেমনভাবে রাখা হয়েছিল, এখনও ঠিক সেইভাবেই আছে তা। নিল নদের তীরে লুক্সোরে আল আসাসেফ এলাকায় দুটি মমি উদ্ধার করা হয়। এর মধ্যে ওই নারীর মমি রয়েছে। প্রাচীনকালে যে পদ্ধতিতে মমি সংরক্ষণ করতেন মিশরীয়রা তাকে বলা হয় সারকোফ্যাগাস। এমন একটি সারকোফ্যাগাস শনিবার প্রথমবারের মতো আন্তর্জাতিক মিডিয়ার সামনে উন্মুক্ত করে মিশরীয় কর্তৃপক্ষ। এর মধ্যে একটি সারকোফ্যাগাস সপ্তদশ শতাব্দীর। অন্যটি অষ্টাদশ শতাব্দীর। মিশরের প্রত্নতত্ত্ববিষয়ক মন্ত্রী খালেদ আল আনানি বলেছেন, এ মমিগুলো যে সমাধিক্ষেত্রে পাওয়া গেছে তার বাইরে এমন চিহ্ন দেয়া ছিল যে, ভিতরে মমি রাখা আছে। মার্চে এ সমাধিক্ষেত্রের খনন কাজ শুরু করেন ফরাসি গবেষকরা। পরে মে মাসে এসে আবার বন্ধ করে দেন কাজ। আবার আগস্টে শুরু করেন খনন। এরপরই উদ্ধার হয় ওই দুটি মমি। এ সময় তারা ৫টি রঙিন মুখোশও উদ্ধার করেন।