Site icon Aparadh Bichitra

প্রযুক্তি আজ মানুষকে কোথায় নিয়ে দাড় করিয়েছে

সেলফির জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। কয়েক বন্ধু এক হলেই পকেট থেকে স্মার্টফোন বের করে ‘হয়ে যাক সেলফি’। সঙ্গে সঙ্গে তা আপলোড হয়ে যায় ফেসবুকে। এরপর চলতে থাকে লাইক আর কমেন্ট।

 

পথে ঘাটে, মাঠে, শপিংমলে, ড্রয়িংরুমে, বিয়েবাড়ি, পিকনিকসহ নানা অনুষ্ঠানে সেলফি তোলা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু কখনো কি ভেবেছেন মৃত মায়ের সঙ্গে সেলফি তোলার কথা। হ্যা, এমন মানসিক বিকারগ্রস্ত ঘটনাও এখন ঘটছে। ভারতে মৃত মায়ের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে এক যুবক। এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। কলকাতার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা গণেশ দাস। মৃত মায়ের সঙ্গে তোলা সেই সেলফি তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর সেই ছবি ভাইরাল হয়েছে। গণেশ দাস সোনার গয়না তৈরির কাজ করেন। থাকেন অন্য রাজ্যে। গত বুধবার রাতে তার মা মারা যান। খবর পেয়ে বাড়ি ফেরেন গণেশ। এর মধ্যে তার ভাই-বোনেরা মায়ের দেহ নিয়ে শ্মশানে পৌঁছে যায়। গণেশ বাড়ি ফিরে শ্মশানে ছোটেন। গীতার দেহ তখনও দাহ করা হয়নি। দাহ করার জন্য বাঁশের খাটিয়াতে শায়িত রয়েছে মায়ের লাশ। সেই মরদেহের সঙ্গেই সেলফি তোলেন গণেশ।