দশমিনায় মৎস্য বিভাগের আয়োজনে মা ইলিশ রক্ষায় আলোচনা সভা

0
483
দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে আজ ২৭ সেপ্টেম্বর খ্রীঃ তারিখে দশমিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,শাখাওয়াত হোসেন শওকাত।
বিষেশ অতিথিরা হলেন,দশমিনা থানা অফিসার ইন চার্জ রতন কৃঞ্চ রায় চৌধুরী,চেয়ারম্যান দশমিনা সদর ইউনিয়ন পরিষদ এ্যাড,ইকবাল মাহামুদ লিটন,চেয়ারম্যান রনগোপালদী ইউপি এটিএম আসাদুল হক নাসির সিকদার,চেয়ারম্যান বহরমপুর ইউপি মোঃ আনোয়ার হোসেন মৃধা,চেয়াম্যান বাঁশবাড়ীয়া ইউপি,মোঃ আলতাফ হোসেন আকন,সভাপতি রিপোর্টার্স ইউনিটি ফয়েজ আহমেদ প্রমুখ। সভায় আগামী ০৭ অক্টোবর ২০১৮ খ্রীঃ তারিখ থেকে (উপকুলের সকল প্রকার খাল, নদী কিংবা সাগর- মহাসাগরে) নিষিদ্ধ হচ্ছে  ইলিশ নিধনের ওপর নিষেধাজ্ঞা। দেশে ইলিশ সম্পদ রক্ষার্থে আশ্বিনী পুর্নিমার সময় ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে এবার ০৭ অক্টোবর ২০১৮ হইতে ২৮ অক্টোবর অর্থাৎ একটানা ২২ দিন ইলিশ আহরোন,মজুদ,পরিবহন, ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারী করেছেন সরকার। ১৯৮৫ সালে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষন বিধি (প্রটেকশন এন্ড কনজারভেশন ফিস রুলস ১৯৮৫) অনুযায়ী এ সময়কাল নির্ধারন করা হয়েছে। নিষিদ্ধ সময়টাকে এভাবে নির্নয় করা হয়ে থাকে- আশ্বিন মাসের প্রথম পুর্নিমার দিন, এর আগের ০৪ দিন ও পরের ১৭ দিন। অর্থাৎ মোট ২২ দিন।
 তাই, দশমিনার সকল প্রকার নদ নদী ও খাল সমুহ থেকে ইলিশ ধরা,মৌজুদ,ক্রয়,বিক্রয়,পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × five =