চট্টগ্রামে তিনটি ভুয়া অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিবে গোয়েন্দা সংস্থা

6
4320

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে কয়েকটি অখ্যাত আন্ডার গ্রাউন্ডের কিংবা অনলাইন পত্রিকার কথিত সাংবাদিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে নিরীহ জনসাধারণ।

 

এদের ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছেন সরকারি আধা-সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও জনপ্রতিনিধি এমনকি সাধারণ জনগণও। অন্ধকারে লুকিয়ে থেকে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য তিলকে তাল বানিয়ে মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে তারা হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। গোয়েন্দা সূত্রে জানা যায়, যেকোন সময় সি-প্লাস টিভি,সিটিজি পোস্ট, সি-ভয়েস নামে তিনটি ভুয়া অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে গোয়েন্দা পুলিশ। ভুয়া নিউজ প্রকাশ,মিথ্যে অপপ্রচার,নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগে জনস্বার্থের কথা বিবেচনায় এনে গোয়েন্দা সংস্থা এ সিদ্ধান্ত নিতে পারে বলে জানা যায়। সূত্র আরো জানায়, ভুয়া সম্পাদক আলমগীর অপু, ইয়াবা ব্যবসায়ী কামরুজ্জামান রনি,নামধারী ভুয়া সম্পাদক সম জিয়া,কুমিল্লার শ্রেষ্ঠ প্রতারক আব্দুল কাদের অপু এসকল ভুয়া অনলাইন পোর্টালগুলো ছত্রছায়ায় বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। অনুসন্ধানে উঠে এসেছে, অনলাইন পত্রিকা ও সংবাদ প্রকাশের নীতিমালা অনুসরণ না করে সম্প্রতি অল্প কিছু টাকা দিয়ে ওয়েবসাইট খুলেছে বেশ কয়েকটি অনলাইন পোর্টাল। ঠিকানাবিহীন অনলাইন পত্রিকা মিথ্যে সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের মাঝে আতংক সৃষ্টি করে মাথা ঝাড়া দিয়ে উঠেছে। শুধু তাই নয়,তারা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কার্ড তুলে দিচ্ছে অপরিপক্ব, সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী,চাঁদাবাজদের হাতে।মূলত এসব ভুঁইফোড় অনলাইনের অযোগ্য মালিকদের ছত্রছায়ায় বসবাস করে অপরাধীরা। এতে ক্রমেই বাড়ছে এসকল ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য। চট্টগ্রাম নগরীর কয়েক সচেতন নাগরিক জানায়, cplus.net, cvoice.com, , ctgpost.com,সহ বেশ কিছু অনলাইন পত্রিকা এ শহরে দাবড়িয়ে বেড়াচ্ছে। এগুলোতে যারা কাজ করে তারা নাম সর্বস্ব এসব পত্রিকার কার্ড গলায় ঝুলিয়ে কোমরে ক্যামেরা সাঁটিয়ে সারাদিন আদালত,থানা, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, শিক্ষা অফিস, পিটিআই, ভকেশনাল, বীজ উৎপাদন খামার, বিদ্যুৎ অফিস, বিভিন্ন হাটবাজার, ও হাসপাতালে তদবির বাণিজ্য করে বেড়ায়। আর এভাবে তারা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর ঘনিষ্ঠতা লাভ করে। একারনে তারা নানা অপকর্ম করেও পুলিশের কাছ থেকে রেহাই পেয়ে যায়।এছাড়া অভিযোগ রয়েছে সি-প্লাস চ্যানেলটি বিভিন্ন থানায় পুলিশের অপকর্ম ঢাকতে বিভ্রান্তীমূলক সংবাদ প্রকাশ করে সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করছে।শুধু তাই নয়,তারা গ্রামাঞ্চলের তুচ্ছ ঘটনাসহ নারী সংক্রান্ত ঘটনার কোন খবর পেলে দল বেঁধে গিয়ে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে মামলা মোকদ্দমা, পুলিশের হয়রানি ও জেল জরিমানার ভয় দেখিয়ে উভয় পক্ষের কাছ থেকে টাকা আদায়ে ব্যস্ত হয়ে পড়ে। আর সিটিজি পোস্ট অনলাইন পত্রিকাটি টাকার বিনিময়ে সম্মাননার নামে ক্রেস্ট বিক্রির ব্যবসায় লিপ্ত।এছাড়া তারা নিয়োগের নামেও প্রচুর অর্থ আদায় এবং টাকা না দিলে মানুষের নামে ভুয়া সংবাদ প্রচার করে বলেও জানা যায়।এদিকে সি-ভয়েস ডটকম নামক অনলাইন পত্রিকাটি বিভিন্ন ব্যক্তির নাম ভাঙ্গিয়ে মানুষকে ধোঁকা দিয় বোকা বানায়।আর নানা ধরনের প্রতিহিংসামূলক সংবাদ প্রকাশ করে মানুষকে হেয় প্রতিপন্ন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পতেঙ্গা এলাকার এক ভুক্তভোগী জানায়, কিছুদিন পূর্বে পুলিশ আমার ছেলেকে অন্যায়ভাবে থানায় আটক করে রাখে।পরে আমি তা ডিসি, এসপিকে জানালে পুলিশ একজনকে দিয়ে জোর পূর্বক মামলা করিয়ে সি-প্লাস টিভিকে দিয়ে সাজানো সংবাদ প্রচার করে অন্যায়কে প্রতিষ্ঠা করে। চট্টগ্রামের নাজিরহাট বড় মাদ্রাসার একজন শিক্ষক জানান, Cplus নামক অনলাইন টিভি গত মে মাসে এ মাদ্রাসার শিক্ষক মাওলানা সেলিম উল্লাহকে নিয়ে মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রচার করে। পরে চ্যানেলটি এরকম সংবাদ প্রকাশ করায় তাঁর কাছে ক্ষমা চেয়েছে। চট্টগ্রাম নিউমার্কেট এলাকার কয়েকজন সাধারণ ব্যক্তি জানান, এধরনের ভুয়া অনলাইনগুলোর কারণে প্রকৃত পেশাদার সংবাদকর্মীরা প্রতিনিয়ত বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছেন। এরা সাংবাদিকতার মহান পেশাকে কলুষিত করছে। চট্টগ্রামবাসী এদের কাছ থেকে মুক্তি চায়।

তিনটি নিউজ পোটাল গোয়েন্দা সংস্থা বন্ধকরে দিতে শিরোনামে যে সংবাদ প্রকাশ হয়েছেএ  ব্যাপারে কামরুজ্জামান রনি মে‍াবাইল ফোনে প্রতিবাদ করেছেন। তিনি জ‍ানিয়েছেন, কোন প্রতিনিধি এ ব্যাপারে তার বক্তব্য গ্রহণ করেনি। এ বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশের অনুরোধ করেছে। বিষয়টি অপরাধ বিচিত্রার অনুসন্ধানে রয়েছে। অনুসন্ধান শেষে থাকবে পরবর্তী প্রতিবেদন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × four =