মেসার্স ARC ব্রিকস, মেসার্স ডায়না ব্রিকস, মেসার্স SRY ব্রিকসকে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ৩ লক্ষ টাকা

0
737

অপরাধ বিচিত্রা: মহাপরিচালক  শফিকুল ইসলাম লস্কর (অতিঃ সচিব), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহোদয়ের আদেশক্রমে এবং মান্যবর জেলা প্রশাসক, মানিকগঞ্জ  এস. এম. ফেরদৌস স্যারের পরামর্শক্রমে শ্রদ্ধেয় উপপরিচালক (উপসচিব)  মনজুর মোহাম্মদ শাহরিয়ার

 

এর সার্বিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, আসাদুজ্জামান রুমেল কর্তৃক অদ্য ২৫.১১.২০১৮ ইং তারিখে মানিকগঞ্জ সদর উপজেলায় পরিচালিত অভিযানে পরিমাপে কারচুপি ও দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রে কারচুপির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ও ৪৯ ধারায় যথাক্রমে “মেসার্স ডায়না ব্রিকসকে” ১,০০,০০০ টাকা,

“মেসার্স ARC ব্রিকসকে” ১,০০,০০০ টাকা, “মেসার্স SRY ব্রিকসকে” ১,০০,০০০ টাকা, সহ ৩ টি প্রতিষ্ঠানকে মোট ৩,০০,০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের কাযকরী সদস্য এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মানিকগঞ্জ । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen + 5 =