মহানগরীর মিরপুর-১০ এলাকায় বাজার তদারকিমূলক অভিযান ৮০ হাজার টাকা জরিমানা

0
580

অপরাধ বিচিত্রা: ২০১৮ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় কর্তৃক ঢাকা মহানগরীর মিরপুর-১০ এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লংঘনের (মেয়াদ উর্ত্তীণ পণ্য/ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার) অপরাধে সামি মেডিসিন কর্ণারকে ১০ হাজার,

অমি মেডিসিন কর্ণারকে ১৫ হাজার, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ৩৭ ধারায়(প্যাকেটের গায়ে এমআরপি না থাকায়) মিম ফার্মেসিকে ২৫ হাজার এবং পাউরুটি ও কেক এর প্যাকেটের গায়ে লেবেল না থাকায় ৩৭ ধারায় বিক্রমপুর সুইটসকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। উক্ত তদারকি কাজে এপিবিএন -১ এর সম্মানিত সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × two =