জেনে নিন ঠোঁটের যত্নে করনীয় কি

0
940

বাতাসে হিমের ছোঁয়া আর আবহাওয়ায় শুষ্কতা আসার সঙ্গে সঙ্গে ত্বকের বিশেষ কিছু যত্নের প্রয়োজন পড়ে। শীতে অন্যতম সমস্যা ঠোঁট ফাটা। ঠোঁটের যত্নে আমরা সাধারণত লিপজেল ব্যবহার করি।

 

যার মধ্যে রয়েছে ক্ষতিকর রাসায়নিক উপাদান। বিশেষজ্ঞদের মতে, এই রাসায়নিক পদার্থের উপস্থিতির জন্য ঠোঁট কালো হয়ে থাকে। সেই সঙ্গে ক্ষতি হয় ঠোঁটেরও। তাই এই ক্ষতি রোধে রাতে ঘুমানোর আগে সামান্য ঘিয়ে মেশান একটু দুধের সর। তারপর এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে রাখুন। দীর্ঘ সময় ধরে ত্বককে নরম রাখে ঘি। আর দুধের সর ত্বকের অভ্যন্তরের ময়লা দূর করে ও মৃত কোষ ঝরিয়ে দেয়। তাই এই মিশ্রণ সারা রাত ঠোঁটে দিয়ে রাখলে ঠোঁট নরম তো থাকেই, সঙ্গে ঠোঁটের কালো ভাবও দূর হবে। তবে ধূমপান থেকেও ঠোঁটের কালো ছোপ আসে। ধূমপান শরীরের অন্যান্য ক্ষতিও করে। তাই ঠোঁটের যত্নে ভাল ফল পেতে ধূমপান ছাড়াটাও আবশ্যিক।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 + seventeen =