Site icon Aparadh Bichitra

২৯ লাখ সাড়ে ২৯ হাজার টাকা মুল্যের ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে  ৯ হাজার ৭৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

 

আটক হলেন, হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার দক্ষিণপাড়ার মৃত বদিউল আলমের ছেলে করিম উল্লাহ (২১) ও একই ইউনিয়নের ওয়াব্রাং এলাকার আব্দুস ছফুরের ছেলে  এনামুল হক (১৯)। বর্ডার গার্ড ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল আছাদুজ জামান চৌধুরী  জানান, রবিবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির নায়েক ছাবির উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকা দিয়ে অটোরিক্সা করে ইয়াবা পাচার হতে পারে। এই সংবাদে টহলদল ওয়াব্রাং এলাকায় রাস্তার পাশে অবস্থান নেয়। কিছুক্ষণ পরে দুটি অটোরিক্সা ওয়াব্রাং এলাকা দিয়ে হ্নীলা হতে বালুখালী যাওয়ার সময় টহলদল থামার সংকেত দেয। টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রাই অটোরিক্সা চালক ইউটার্ন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদল দ্রুত দৌঁড়ে অটোরিক্সাগুলো ঘেরাও করে  তল্লাশি চালিয়ে যাত্রীর সিটের নিচে লুকিয়ে রাখা ৯ হাজার৭৬৫ পিস ইয়াবাসহ হাতেনাতে দুই মাদক পাচারকারীকে আটক করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ সাড়ে ২৯ হাজার টাকা। এসময় চালকদের দেহ তল্লাশি করে নগদ ৩ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন  জব্দ করা হয় বলে জানান তিন। তিনি আরও বলেন, নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবা ট্যাবলেট, অটোরিক্সা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ আকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, টেকনাফ সার্কেলে হস্তান্তর করা হয়েছে।