Site icon Aparadh Bichitra

পটিয়া থানার ওসির ক্ষমতার অপব্যবহার বন্ধে সাংবাদিকদের মানববন্ধন

রোববার সংবাদ প্রকাশের জেরে মিথ্যে চাঁদাবাজি মামলায় ২ জন সাংবাদিককে গ্রেপ্তার ও নির্যাতন করায় চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ নেয়ামত উল্লাহর শাস্তির দাবীতে আগামী রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ।

 

এতে সাংবাদিকদের অধিকার রক্ষার সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও),বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাব,বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাংবাদিকগণ উপস্থিত থাকবেন। মানববন্ধনের ব্যাপারে এফবিজেও এর চেয়ারম্যান ও সাংবাদিক নেতা এস এম মোর্শেদ জানান, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পটিয়ার ওসি মিথ্যে মামলা দিয়ে সিটিজি ক্রাইম টিভির ২ জন সাংবাদিককে নির্যাতন ও হয়রানি করেছে।যা পুরো সাংবাদিক মহলের জন্য অশনি সংকেত বহন করছে। তাই এখনই ওসির বিরুদ্ধে সাংবাদিকদের অধিকার আদায়ে রুখে দাঁড়াতে হবে। সাংবাদিকদের সংগঠন আরজেএফ এর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আজগর আলি মানিক বলেন, পটিয়া থানার ওসির এমন নৃশংস কর্মকান্ড সাংবাদিক মহলে নিন্দার ঝড় তুলেছে। ওসি নেয়ামতের অন্যায়ের অবসান ঘটাতে এবং সমাজে সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সকলকে মানববন্ধনে অংশগ্রহনের জন্য আহবান জানান এ সাংবাদিক নেতা।