বাকেরগঞ্জ প্রেসক্লাবে গাঁজা ব্যবসায়ী বাবুর বিরুদ্ধে তিন গৃহবধূর সংবাদ সম্মেলন

0
934

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জ প্রেসক্লাবে গতকাল আউলিয়াপুর গ্রামের তিন গৃহবধূ এলাকার গাঁজা ব্যবসায়ী বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবলীগ নেতা বাদল খলিফার স্ত্রী রুনা বেগম। এসময় আরও দুই গৃহবধূ সুলতান খলিফার স্ত্রী রোজিনা বেগম, কামাল হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম ও চাচি রিজিয়া বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের ইউনুস আকন ও বেল্লাল খলিফাদের সাথে জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরোধ চলে আসছে। শনিবার দুপুরে তাদের একটি ছাগল ইউনুস আকনদের ক্ষেতে গিয়ে মুগ ডাল খেলে ছাগলটিকে তারা লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এনিয়ে তার ছেলে সাকিব ও তার সাথে ইউনুসের ছেলে আরাফাত ও তার মামা নয়ন খলিফার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তার ছেলে সাকিবকে মারতে উদ্যত হয়। এ ঘটনায় বেল্লাল খলিফার বখাটে পুত্র গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী বাবু খলিফা ইউনুস আকনের পুত্র আরাফাতকে একটি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে মোবাইলে ছবি তুলে তার স্বামী বাদল খলিফা মারধর করেছে বলে ফেস বুকে ছেড়ে অপপ্রচার চালায়। এমনকি তুচ্ছ এ ঘটনাকে পুঁজি করে ফেস বুকের ওই ছবি দেখিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করে ইউনুস আকনের স্ত্রী ফরিদা বেগম থানায় তার স্বামী বাদল খলিফা, পুত্র সাকিব, দেবর সুলতান খলিফা, মন্নান খলিফার নামে একটি মামলা দায়ের করেন। যার সাথে ওই ছবি এবং মামলার ঘটনার কোন মিল নেই। গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী বাবুর ভাই রফিক কিছুদিন আগে তার নিজের পিতা বেল্লার খলিফাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে। তিনি আরও বলেন, রফিক রাতে আউলিয়াপুরে ছোড়া নিয়ে রাস্তায় ছিনতাই করতে দাঁড়িয়ে থাকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিন গৃহবধূ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন এবং অযথা তার পরিবারের কেউ যাতে হয়রানীর শিকার না হয় সেজন্য মিডিয়া কর্মী ও প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × three =