রৌমারীতে আওয়ামীলীগের এমপি প্রার্থী জাকির হোসেনের কর্মী সভা অনুষ্ঠিত

0
1006

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ ২৮,কুড়িগ্রাম-৪আসনের একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আওয়ামীলীগের এমপি প্রার্থী ও সাবেক এমপি জাকির হোসেনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ কর্মী সভায় উপজেলার ৪৬টি ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ও যুব মহিলালী গের সকল নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

আওয়ামীলীগ সমর্থকবৃন্দরা নৌকা প্রতীক নিয়ে মিছিল, মোটরসাইকেল বহর নিয়ে গোটা উপজেলা মুখরিত করেন তারা। মাইকে প্রচার চালানো হচ্ছে। বিভিন্ন গ্রাম এলাকা ঘুরে সকল নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা চত্বরে এসে জমায়েত হন। পরে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও রৌমারী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শালু, মো. আব্দুল মোমেন ঠিকাদার, এনআর জাহাঙ্গীর রবু, যুগ্ন সাধারন সম্পাদক আবিদ শাহনেওয়াজ তুহিন, মো. নজরুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলম বাদল, দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো.সামিউল ইসলাম জীবন, শৌলমারী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো.নুরুর আলম , বন্দবেড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের সরকার, রৌমারী সদর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মো. রাজু আহমেদ খোকা, যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, গ্রাম কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শরাফত জামান ও চরশৌলমারী ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক বজলুর রশিদ মঞ্জু, উপজেলা যুবলীগ সভাপতি মো. হারুনর রশিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলহাজ মো. জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মো. রেজাউল ইসলাম মিনু। আলোচনা সভায় নেতাকর্মীরা আওয়ামীলীগ প্রার্থী মো. জাকির হোসেনের নৌকা প্রতীকে কাজ করার জন্য একমত প্রকাশ করেন। কুড়িগ্রাম-৪আসনে নৌকা প্রতীক উপহার দেওয়ার জন্য একতা ঘোষনা করেন। এমপি প্রার্থী মো.জাকির হোসেন ভোটারের কাছে ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করেন এবং প্রত্যেককে জাকির হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় কুড়িগ্রাম-৪আসনটি উপহার দিতে চাই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × four =