চট্টগ্রাম কাস্টমস হাউজে ৪ ঘন্টার কলম বিরতি

0
542

ইয়াসিন আরাফাত, চট্টগ্রামঃ সিলেটের তামাবিল স্থলবন্দরে হামলার প্রতিবাদে চার ঘন্টার কলম বিরতি পালন করেছেন কাস্টমস কর্মকর্তারা। বুধবার সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হয়। কার্মসূচীকালিন সময়ে চট্টগ্রাম কাস্টস হাউজের সকল কার্যক্রম অচল হয়ে পড়ে । চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসার্স এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (চকাএভ) এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুপুর ১ টা পর্যন্ত কলম বিরতি চলাকালে কাস্টমস কর্মকর্তারা কাস্টম হাউসের নিচে অবস্থান নেন। সেখানে সংগঠনের সভাপতি আমজাদ হোসেনের হাজারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন চকাএভ এর সাধারণ সম্পাদক মোর্শেদ শামীম। সমাবেশে তামাবিলের ঘটনর নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। কলম বিরতি চলাকালে কাস্টমস কর্মকর্তারা নিজ কার্যালয়ে না থাকায় কোন ধরণের নথিপত্রে স্বাক্ষর করেনিনি। এ কারণে কাস্টমস হাউজে আসা শিপিং এজেন্ট প্রতিনিধি, ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টদের প্রতিনিধি এবং পণ্য ছাড় করাতে আসা লোকজন ভোগান্তিতে পড়েন। প্রসঙ্গত, গত৭ ডিসেম্বর সিলেট ভ্যাট কমিশনারেটের অধীন তামাবিল শুল্ক স্টেশনে ভারত থেকে আসা তিন শিক্ষার্থীকে তল্লাশি করা নিয়ে বিজিবির সদস্যদের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের বিরোধের সূত্রপাত। এই বিরোধের জেরে সন্ধায় সেখানে বিজিবি সদস্যদের সাথে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষ হয়। এতে পাঁচজন কাস্টমস কর্মকর্তা-কর্মচারী নিহত হন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × three =