রৌমারীতে মধু সংগ্রহের ৫৫টি মৌবাক্্র চুরির অভিযোগ যার মূল্য প্রায় ৪ লাখ

0
520

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি, মধু সংগ্রহের ৫৫টি মৌবাক্্র চুরি করে নিয়ে গেছে চোরেরা। এব্যাপারে রাজিবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে রাজিবপুর উপজেলার বালিয়ামারী খেয়াঘাট নামক স্থানে এ ঘটনাটি ঘটে। অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা থেকে মৌচাষির দল প্রতি বছরের ন্যায় এবারোও রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় মধু সংগ্রহের জন্য আসেন।

গত একমাস থেকে তারা নিয়মিত মধু চাষ করে আসছেন। এরা কয়েকটি দলে বিবক্ত হয়ে বিভিন্ন পয়েন্টে মধু সংগ্রহের জন্য মৌবাক্্র বসানো হয়। এদের মধ্যে বেলাল নামের একজন গত ২০দিন ধরে বালিয়ামারী খেয়াঘাট এলাকায় ৫৫টি মৌবাক্্র বসান এক কৃষকের পরিত্যক্ত জমিতে। মৌচাষী বেলাল হোসেন ঘুমিয়ে পড়লে কেবাকারা রাতের অন্ধকারে ৫৫টি মৌবাক্্র চুরি করে নিয়ে যায়। মৌচাষী বেলাল হোসেন চোখের পানি মুছতে মুছতে বলেন, মৌচাষ আমাদের মুল পেশা। মৌচাষ করে যে মধু সংগ্রহ হয় তা বাজারে বিক্রি করে যা আয় হয় সেই টাকা দিয়ে সংসার চলে। ছেলে ও মেয়ের লেখাপড়ার খরচ এখান থেকে জোগাড় করতে হয়। ৫৫টি মৌবাক্্েরর মুল্য প্রায় ৩ লক্ষাধীক টাকা। আমরা জীবন নির্বাহের কারনে প্রতি বছর আমরা রৌমারী ও রাজিবপুর উপজেলা আসি। এখানে সরিষার ভালো ফসল হয়। ৫৫টি মৌবাক্্র চুরি হওয়ায় আমি চরম বিপাকে পড়েছি। আমার স্ত্রী,পুত্র না খেয়ে অনাহারে মারা যাবে। বেলাল হোসেন সাতক্ষীরা জেলার শেমনগর উপজেলার জোতিচন্দ্রনগর গ্রামের আব্দুল বারির ছেলে বলে জানা গেছে। ভুক্তভোগি বেলাল হোসেন বাদী হয়ে রাজিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে রাজিবপুর থানার ওসি রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পাননি বলে জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − 5 =