Site icon Aparadh Bichitra

লালমনিরহাটে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের বিজয় দিবস পালিত

তন্ময় আহমেদ নয়ন,লালমনিরহাট: নানা কর্মসূচির মধ্য দিয়ে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পালন করা হয়েছে ৪৭তম মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদের স্মরণে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শফিউল আরিফ, জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান, পুস্পস্তবক অর্পণ করেন।
অপরদিকে লালমনিরহাটে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের মহান বিজয় দিবসে অংশগ্রহন করেন।  রোববার (১৬ ডিসেম্বর) ১১ টায় লালমনিরহাটে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নিবন্ধন নং-২৩৯/২০১৭ এর আয়োজনে জেলা শাখা শহরের বিডিআর হাট এলাকা থেকে মহান বিজয় দিবসের একটি বর্নাঢ্য র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল খালেক, লালমনিরহাট জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলু, সাধারণ সম্পাদক আঃ মান্নান, জেলা কমিটির সদস্য হয়রত আলী ও উপজেলা কমিটির সদস্য আঃ আলিমসহ কমিটির ৩৭ সদস্য উপস্থিত প্রমূখ।