স্বাধীনতার পর থেকে জনগণের ভোটে কখনোও আওয়ামী লীগ নির্বাচিত হয়নি

0
463

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ মানুষের ভোটে জেতেনি, তারা গায়েবী ভোটে জয়ী হয়েছে।

 

এখন শেখ হাসিনার নেতৃত্বে যে নতুন গভর্নমেন্ট তৈরি হবে তা হবে ‘গভর্নমেন্ট অব দি বিজিবি বাই দি র‌্যাব এ্যান্ড ফর দি পুলিশ’। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, নির্বাচনে ডাকাতির মাধ্যমে জনগণকে এরা (আওয়ামী লীগ) ক্রমান্বয়ে উপহাস করছে। আওয়ামী লীগ নেতারা এখন চাপাবাজি ও গলাবাজির জোরে ভোট জালিয়াতির ঘটনা আড়াল করতে চাচ্ছেন। কিন্তু দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে কিছুই এড়িয়ে যায়নি। গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচন ১৯৭৩ সালের নির্বাচনের চাইতেও কুৎসিত। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ অতীতে কখনও ক্ষমতায় আসেনি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব বলেন, স্বাধীনতার পর থেকে জনগণের ভোটে কখনোও আওয়ামী লীগ নির্বাচিত হয়নি। এবারও আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়নি, বরং প্রত্যেক এলাকার উপজেলার ইউএনও-থানার ওসি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপরেও যারা বলছেন শন্তিপূর্ণ নির্বাচন হয়েছে তারা হয় উৎকোচ গ্রহণ করেছেন, না হলে জ্ঞানপাপী। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

six + one =