চাই সত্যের জয়

0
686

এস ই ইসলাম

ন্যায় দিয়ে রুখে দাও অন্যায়ের পালা,
না হয় সমাজ সংসারে বাড়বে অন্তর জ্বালা।
অন্যায় পারে না করতে প্রতিরোধ, প্রতিবাদ,
বাড়ে ক্ষোড় তীব্র যন্ত্রনা আর অবসাদ।

 

নিশি দিন সর্বত্র শুনি সর্বহারার হাহাকার,
চাপা কষ্টের অনলে পুড়ে হয়, ছারখার।
এমনি করে তিলে তিলে হবে নিঃশ্বেষ,
একদিন পাবে না খুজে সভ্যতার অবশেষ।

ভালবাসা দিয়ে আমন্ত্রিত অতিথি
হৃদয় উজার করে আনে শান্তি,
অনাদরে, অবহেলায় ঠেলে দিলে দুরে
দিনে দিনে আরও বিচ্ছেদ জ্বালাও বাড়ে।

মিথ্যা, জুলুম আর অন্যায়ের জয় নয়,
দূর্বলকে ঠকালে নিজের কাপুরুষতা হয়।
ভালবাসার আস্থা ভরসা আনে আনন্দ ধারা,
সত্যের আকাশে উড়ে শ্বেত পায়রা।
অধিকার হরণ করে ক্ষমতার বড়াই
স্বাধীন বাংলায় তার নাইরে ঠাই নাই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × four =