নতুন পরিচয়ে যাত্রা শুরু হলো ক্রিকেটার মাশরাফির

0
782

নতুন পরিচয়ে যাত্রা শুরু হলো ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি।শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করেই নড়াইলকে মাদকমুক্ত করার ঘোষণা দিল মাশরাফি।

 

আর এই জন্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) কে নির্দেশনা দিয়েছেন তিনি। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মুঠোফোনের মাধ্যমে পুলিশ সুপারকে এ নির্দেশনা দেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকালে মাশরাফি বিন মোর্তজা ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) এর মধ্যে মুঠোফোনে এ সকল কথাবার্তা হয় বলে জানা গেছে। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বলেন, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নব নির্বাচিত নড়াইল-২ আসনের সংসদ সদস্য তারকা ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা প্রথমে আমার নিকট ফোন করেন। তিনি বলেন, আমি নড়াইল জেলার সন্তান এবং জনগণের ভোটের মাধ্যমে জন প্রতিনিধি হিসেবে নড়াইলবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তিনিই প্রথম কোনো এমপি যিনি ক্রিকেটে খেলছেন। তাই ক্রিকেটের পাশাপাশি তাকে রাজনীতিক পরিচয়টাও বহন করতে হচ্ছে। তবে বাংলাদেশ ক্রিকেটের এই ওয়ানডে অধিনায়ক চান রাজনৈতিক পরিচয়টা সাময়িক সরিয়ে খেলার মাঠের নেতা হিসেবেই সবাই তাকে জানুক। মাশরাফির অনুরোধ এবার যেন সবাই তাকে শুধু খেলোয়াড় হিসেবে দেখেন। তিনি বলেন, ‘অন্য সময় যেভাবে খেলি, সেভাবেই খেলব। এখানে খেলোয়াড় হিসেবেই আমি পরিচিত। মাঠেও নামছি খেলোয়াড় হিসেবে, সংসদ সদস্য হিসেবে না। আমি আশা করি সবাই আমাকে সেভাবেই দেখবেন। ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এ আসরে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি। সংসদ সদস্য হিসেবে এটাই হবে তার প্রথম খেলা। এখন পর্যন্ত যে পাঁচ বিপিএলে খেলেছেন মাশরাফি তার চারটিতেই দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। চারবার শিরোপা জিতেছেন তিনটি ভিন্ন ভিন্ন দলের হয়ে। আর গত বার তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। এবারও সেই ধারাবাহিকতা চান নড়াইল এক্সপ্রেস। এদিকে, নির্বাচন জিতুক বা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন না কেন,মাঠে ক্রিকেটার ব্যতীত অন্য কোনো পরিচয় নেই তার। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সংসদ সদস্য হিসেবে নয়, আমি মাঠের মানুষ, একজন ক্রিকেটার। নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চাই। ক্রিকেট খেলেই আমি এতদূর এসেছি। তাই ক্রিকেট মাঠে নিজেকে ক্রিকেটার ব্যতীত কিছু ভাবতে চাই না।’ এছাড়া তিনি আরও বলেন, ‘আমি যে সংসদ সদস্য হয়েছি, নির্বাচন জিতেছি এর সাথে তো ক্রিকেট মাঠের কোনো সম্পর্ক নেই। এখানে আমি ক্রিকেটার, আপনারাও (উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে) সেভাবেই দেখবেন আশা করি।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

ten − 1 =