ভোটের আগেই বড়বাড়ীতে জয়লাভ করলেন মহাজোটের প্রার্থী জি এম কাদের

0
573
তন্ময় আহমেদ নয়ন: “ভোটের আগেই বড়বাড়ীতে জয়লাভ করলেন জি এম কাদের”

মন্তব্যটি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক  বড়বাড়ী বাজারের একজন মুদি ব্যাবসায়ী।
তিনি বলেন স্বাধীনতার পরে বড়বাড়িতে আজই প্রথম আওয়ামীলীগ এর নেতাকর্মীরা এত বড় মিছিল করতে সক্ষম হয়েছে। লালমনিরহাট সদর-৩ আসনের বি এন পি প্রার্থী আসাদুল হাবীব দুুলুর বাসস্থান এই বড়বাড়ীতে।
বিএনপি জামাত জোট সরকারের উপ-মন্ত্রী থাকার সুবাদে বড়বাড়ীতে বিভিন্ন উন্নয়নের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পক্ষান্তরে, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বড়বাড়ী এবং এর আশেপাশের এলাকার উন্নয়নের কারনে ভোটারদের মাঝে আস্থা ফিরে আসতে শুরু করেছে।জানা যায়,একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুলু সমর্থনকারী কিছু ব্যাক্তি বড়বাড়ীতে মহাজোটের পোষ্টার ছেড়া,বিভিন্ন নেতা কর্মীকে হুমকি,বড়বাড়ীহাটে ব্যাবসা করতে না দেওয়ায় সাধারন ভোটারদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট সদর-৩ আসনে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা গনসংযোগ,মিছিল,মিটিং নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। গত ১৯ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় বড়বাড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রায় এক হাজার লোকের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। লালমনিরহাট -৩ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী জি এম কাদেরের লাঙ্গল প্রতীকের বিশাল নির্বাচনী মিছিলে প্রকম্পিত হয়ে উঠেছে বড়বাড়ী ইউনিয়ন। বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আশরাফুল হক মিঠুর নেতৃত্বে লাঙ্গল প্রতীকের বিশাল মিছিলটি বের হয়।মিছিলটিতে অংশগ্রহন করেন লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ূন কবীর,স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম রাজু,উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যান্য নেত্রীবৃন্দ।  বড়বাড়ী শিমুলতলা থেকে মিছিলটি বড়বাড়ি বাজার অতিক্রম করে কুড়িগ্রাম-বড়বাড়ী রোড দলীয় কার্যালয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় এক হাজার নেতা-কর্মী  শরীক হলে তা জনসমুদ্রে পরিণত হয়।লাঙ্গল প্রতীকের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে বড়বাড়ী ইউনিয়ন। পরে জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ূন কবীর,স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি এ্যাড.শরিফুল ইসলাম রাজু,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আশরাফুল হক মিঠু ও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক নেতা-কর্মীদের বিশাল জনসমুদ্রে বক্তৃতা করেন। বক্তৃতায় জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ূন কবীর বলেন,আগামী ৩০ তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের আগে তাদের কোনো নেতাকর্মী-কে হুমকি দেওয়া হলে কিংবা লাঙ্গলের পোষ্টার ছেড়া হলে তার সমুচিন জবাব দেওয়া হবে বলে জানান। জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রাজু বলেন,আগামী ৩০ ডিসেম্বর লালমনিরহাটে সুষ্ঠুভাবে ভোটগ্রহন হবে,এইদিনে আপনারা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং তিনি মহাজোটের প্রতীক লাঙ্গলের জন্য ভোট চান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আশরাফুল হক মিঠু  বলেন, ‘লাঙ্গলের গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না।’তিনি আগামী ৩০ ডিসেম্বর সকল দ্বিধা- দ্বন্দ ভুলে মহাজোটের লাঙ্গল মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গত কিছুদিন যাবৎ বড়বাড়ীতে মহাজোটের পোষ্টার ছেড়া ও বিভিন্ন নেতাকর্মীকে হুমকি,ধমকী দেওয়ার কারনে মূলত এর প্রতিবাদে বুধবার আওয়ামী লীগের বিশাল মিছিলটি ছিল বিএনপির প্রতি সতর্ক ম্যাসেজ। যা বড়বাড়ীতে স্মরণকালের সব মিছিলকে ছাপিয়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen + five =