মস্তিষ্কের খেলা

0
692

এস ই ইসলাম:

মানুষ তুমি অচল,
মস্তিষ্ক নামক মেশিন তোমায় রাখে সচল।
খেলে যায় নিশ্চিন্তে,
বিশ্রাম নাই তার ক্লান্তিতে।

দরকারে অদরকারে ছুটে চলে বিরামহীন,
সুখ দু:খে সিগ্নাল বাতি টিপে যায় বর্নহীন।
মন বলে আলাদা কি আছে কিছু?
কয়েন বিহীন মস্তিষ্কের খেলা সবকিছু।

অদৃশ্য হাজার রঙের মেঘ-মালায়
বয়ে চলে দেশে দৃশ্যে অদৃশ্যে,
হর্তা কর্তা ধনী দরিদ্র মানুষ
একই মস্তিষ্কের অধিকারী।
শুধু মাঠের ভিন্ন সজ্জিত আলোকে,
খেলে যায় বাহারী।

মস্তিষ্কই মন হারিয়ে খোঁজে,
পুরাতনের মাঝে নাবীনকে,
করে দেয় দুজনের হৃদয় একাকার।
কখনও বা ভাসিয়ে দেয়,
¯্রােতের গহীনে আবার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve − four =