Site icon Aparadh Bichitra

লালমনিরহাট মুক্ত দিবস পালিত

তন্ময় আহমেদ নয়ন: লালমনিরহাটে নানান আয়োজনের মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত হয় । ১৯৭১ সালের এই দিনে ৬ নং সেক্টরের মিলিটারী ফোর্স (এম.এফ) সশস্ত্র গেরিলা বাহিনী (এফ.এফ) ও মিত্র বাহিনীর ত্রিমুখী আক্রমনের মুখে টিকতে না পেরে পাকিস্থানী হানাদার বাহিনী, এদেশীয় রাজাকার, আলবদর ও তাদের সহযোগীরা বিপর্যস্থ্য ও ছত্র ভঙ্গ হয়ে পড়ে।
ভেরের দিকে পাকিস্থানী হানাদার বাহিনীর সৈন্য ও অবাঙ্গালীরা ট্রেন যোগে রংপুর, সৈয়দপুর ও পার্বর্তীপুরে পালিয়ে যায়। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে লালমনিরহাট জেলাকে শত্রু মুক্ত ঘোষনা করা হয়। দিবসটি পালনে  জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় সরকারি হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে  জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ  এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস. এম রশিদুল হক, সিভিল সার্জন ডা: কাশেম আলী, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতিক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. বাদল আশরাফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান। র‌্যালী ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন।