ফের চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের চেষ্টা

0
426

চলন্ত বাসে এক তরুণীকে শ্লীলতাহানি ও গণধর্ষণের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ওই বাসের চালককে আটক করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

আটক চালকের নাম মো. রাসেল ভুইয়াকে (২০)। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি তিন আসামিকেও ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা ও পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুর হাসান বলেন, এই মামলার আসামি বাসচালককে গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়েছে। চালককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাইকারি কাচাঁবাজার এলাকায় সড়কে আসমানী পরিবহনের একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন ওই তরুণীর চাচা। মামলার এজাহারে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় ওই তরুণী (২৫) কুড়িল বিশ্বরোড থেকে টঙ্গীর উদ্দেশে আসমানী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৮৩২৮) একটি বাসে ওঠে। গাড়ির মধ্যে সে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে কারো হাতের স্পর্শে তার ঘুম ভাঙলে দেখতে পান বাসের চালক-হেলপারসহ আরও কয়েকজন তাকে ঘিরে ধরে। ওই তরুণীর ওড়না টেনে ছিঁড়ে ফেলে। এ সময় জীবন বাঁচাতে মেয়েটি বাসের জানালা দিয়ে লাফ দেয়। বাস থেকে লাফ দেয়ায় ওই তরুণীর মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় থেঁতলে যায়। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − 2 =