Site icon Aparadh Bichitra

ওসি নেয়ামত ও তার সহযোগিদের উপযুক্ত শাস্তির দাবি সাংবাদিক নেতাদের নিজস্ব

প্রতিবেদক:পটিয়া থানার ওসি নেয়ামত উল্লাহসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে আলোড়ন সৃষ্টি হয়েছে সংবাদমাধ্যমগুলোতে। সিটিজি ক্রাইম নিউজ,দৈনিক জনকন্ঠ, জাগো নিউজ টুয়েন্টিফোর,সমকাল নিউজ, সংবাদ ৭১, নতুন বাজার পত্রিকা, দেশের সময়, এমবিটিভিবিডি,দৈনিক আমাদের নাঙ্গলকোট,ডিবিসি খবর, হাজারিকা প্রতিদিন, দি রিপোর্ট টুয়েন্টিফোর, ডিএসটিভি খবর, সংবাদ টিভি, শীর্ষ কাগজ, দৈনিক বাংলাদেশ বার্তা, তদন্ত চিত্র, দি ঢাকা ক্রাইম নিউজ, অপরাধ বিচিত্রা,

এশিয়ান বার্তা, দৈনিকসাঙ্গু, অগ্রযাত্রা, খোলা কাগজ, সিটিজি সান ,দেশযোগ, আমার বার্তা, আলোচিত কন্ঠসহ আরো অনেক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমগুলো মামলার পর থেকে অত্যন্ত গুরুত্বের সাথে সংবাদটি প্রকাশ করেছে। সাংবাদিক নেতারা বলছেন, সাংবাদিক রাশেদুল ইসলাম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে একজন সাহসী ও পেশাদার সাংবাদিক হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করেছেন। এদিকে ওসি নেয়ামত ও তার সহযোগিদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, এফবিজেওর চেয়ারম্যান এসএম মোর্শেদ,বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাব ও তদন্ত চিত্রের সম্পাদক জিয়াউর রহমান, আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বিএমএসএফ এর সাধারন সম্পাদক আহম্মেদ আবু জাফর,বাংলাদেশ অনলাইন এসোসিয়েশন এর চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রানা,বনপার মহাসচিব ও ৭১ বাংলা টিভির চেয়ারম্যান এ এইচ এম তারেক চৌধুরী, এফবিজেওর চট্টগ্রাম উপকমিটির চেয়ারম্যান আজগর আলি মানিক, ডিবিসি খবরের সম্পাদক মেহেদী হাসান,সমকাল নিউজের বার্তা সম্পাদক মহসিন ফরাজী,অগ্রযাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নব, সিনিয়র সাংবাদিক নেতা সোহাগ আরেফিন, লক্ষ্মীপুর জেলার সাংবাদিক নেতা জুনায়েদ আহমেদ,কুমিল্লা জেলার সাংবাদিক নেতা আব্দুর রহিম বাবলু,সিটিজি ক্রাইম নিউজের নির্বাহী সম্পাদক বিবি মরিয়ম,সিটিজি ক্রাইম টিভির বার্তা সম্পাদক মাজেদুল ইসলাম,দেশযোগ এর বার্তা সম্পাদক সারোয়ার উদ্দিন,মানবাধিকার নেত্রী লায়লা ইয়াসমীন সহ জাতীয় সাংবাদিক নেতারা।