বানিয়াচঙ্গে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত ২৫

0
496

মো: জমির আলী,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছে।

 

আশংকাজনক অবস্থায় টেটাবিদ্ধ ২ জন সিলেট ওসমানী মেডিকেল ও অন্যান্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে এবং বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের শরীফ উদ্দিনের সাথে একই এলাকার আজব আলী সর্দারের বাজারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকটি বিচার শালিস অনুষ্ঠিত হলেও বিষয়টি সমাধান হয়নি। এর জের ধরে গতকাল বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। উক্ত সংঘর্ষে টেটাবিদ্ধ আলফু মিয়ার (৪০), রাসুক মিয়া(১৪), আজিজুর রহমান(২৫), জুয়েল মিয়া(৩০), হিজরুল মিয়া (৪০), এনামুল হক (২২)সহ ২৫জন আহত হয়। এর মধ্যে আলফু ও রাসুককে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

খবর পেয়ে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তিনি জানান, বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − ten =