ঢাকা মেডিকেল কলেজকে বিশ্বের বৃহত্তম হাসপাতাল করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

5
2248

অবি ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্বের বৃহত্তম হাসপাতালে রূপান্তর করা হবে । জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, এশিয়া কিংবা ইউরোপ নয়, বিশ্বের বৃহত্তম হাসপাতাল হবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ৭৬ বছরের পুরনো ভবন ভেঙে অত্যাধুনিক হাসপাতাল ও কলেজ ভবন নির্মাণ অচিরেই শুরু হবে।

 

শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানে তৈরি হবে নতুন ভবন।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইতিমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি হয়ে গেছে। প্রকল্পটি অনুমোদনের জন্য খুব শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপিত হবে। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা.মিলন অডিটরিয়ামে ১০ জানুয়ারি এমবিবিএস প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ সেরা। এ কলেজে দেশের সেরা ছাত্রছাত্রীরাই ভর্তি হয়েছেন। নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করার মানসিক প্রস্তুতি এখন থেকেই নিতে আহ্বান জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসার জন্য বিদেশমুখী প্রবণতা কমাতে দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর জনগণের আস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে সরকার কাজ করবে। ‘প্রত্যেক মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপরও সরকার গুরুত্ব দেবে। দেশে বড় বড় হাসপাতাল তৈরি করা হয়েছে।তবে গ্রামে যদি চিকিৎসক না থাকে তবে সরকারের সব উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে।’

নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৬৫ বছরের বেশ সব ব্যক্তির জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিগগিরই এ লক্ষ্যে কাজ শুরু করবে সরকার।’ তিনি বলেন, ‘প্রতি বিভাগে ক্যানসার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ইউনিট স্থাপন করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সমগ্র বিশ্বের মতো বাংলাদেশকেও অসংক্রামক রোগের ব্যাপকতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। দেশে ক্যানসার, কিডনিজনিত রোগ, হৃদরোগ, ডায়াবেটিস রোগের প্রকোপ বাড়ছে।’ প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ওপেন হার্ট সার্জারির সুযোগ সৃষ্টি করার পদক্ষেপ নেওয়া হবে । নতুন শিক্ষার্থীদের এমবিবিএস ক্লাস শুরুর আগে নেওয়া শপথের কথা স্মরণ করিয়ে দিয়ে জাহেদ মালিক বলেন, ‘সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রোগীর সেবায় আত্মনিয়োজিত হতে হবে। কারো প্রতি বৈষম্য না দেখিয়ে সেবাদানের মানসিকতা গড়ে তোলাই চিকিৎসকদের মূল লক্ষ্য হওয়া উচিত।’

অনুষ্ঠানে ঢামেক অধ্যক্ষ এমবিবিএস কোর্সের ৭৬ ব্যাচের নতুন শিক্ষার্থীদের শপথ পাঠ করান। ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

অধ্যাপক ডা. আবদুল হানিফ টাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের সচিব আসাদুল ইসলাম, চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো.আবদুর রশীদ, ঢামেক উপাধক্ষ্য অধ্যাপক মো. শফিকুল আলম চৌধুরী, ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, ঢামেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, মহাসচিব অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =