সাভারে পুলিশের হাতে দুই ভুয়া পুলিশ আটক

0
577
কামরুল হাসানঃ সাভারে চাঁদাবাজিকালে পুলিশের হাতে দুই ভুয়া পুলিশ আটক মনিরুল ইসলাম (২৮) ও কেরামুন হোসেন গাজী ওরফে গাজী সম্রাট(৩০)। বুধবার সকালে সাভার মডেল থানার এএসআই আবু তৈয়ব বাদি হয়ে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে । পরে  তাদেরকে  আদালতে প্রেরণ করা হয়েছে ।
আটকৃতরা হলেন , সাতক্ষীরার দেবহাটা থানার ছুটিপুর গ্রামের মোবারক গাজীর ছেলে মনিরুল ইসলাম এবং যশোরের মনিরামপুর থানার ভরতগাজী গ্রামের সাত্তার গাজীর ছেলে কেরামুন হোসেন গাজী ওরফে গাজী সম্রাট। তারা সাভার পৌর এলাকার রাজাশনের ঈদগাহ মাঠের সংলগ্ন একটি বাসায় বসবাস করেন ।  মামলার এজাহার থেকে জানা যায়,মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার আ:ছামাদ মেম্বারের বাড়ির পাশে ওই দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিলো । এসময়  স্থানীয়রা ওই কথিত দুই  পুলিশ পরিচয় দানকারীদের নিকর্ট স্থানীয়রা আইডি কার্ড দেখতে চায় । পরে পুলিশের ভুয়া আইডি কার্ড দেখালো এসময় স্থানীয়রা বুঝতে পেরে তাদের উপর উত্তেজিত হয়ে মারধরের চেষ্টা করে । পরে সাভার মডেল থানার  টহল পুলিশ ঘটনা জানতে  পেরে ওই ভুয়া দুই পুলিশ সদস্যকে   আটক করে ।  এবিষযেয় সাভার মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ^াস জানান, ভুয়া দুই পুলিশ নিকর্ট থেকে ভুয়া আইডি কার্ড ও পুলিশের ইউনিফর্ম পড়া ছবি উদ্ধার করা হয়েছে। এসময় তিনি আরো জানান ওই দুই ব্যক্তি বিভিন্ন সময় পুলিশের চাকুরি দেওয়ার কথা বলে সাধারণ জনগণের টাকা হাতিয়ে নিচ্ছে।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 + seventeen =