Site icon Aparadh Bichitra

কিশোরকে বেঁধে পেটানোর মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ভোলার চরফ্যাশন উপজেলায় মুরগি চুরির অভিযোগে এক কিশোরকে বেঁধে পেটানোর মামলায় হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার রাত ৯টার দিকে পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নির্যাতনের শিকার ১৪ বছরের ওই কিশোর বর্তমান চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার বাড়ি হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে। ঘটনাটি গত বছর ১৫ই নভেম্বর ঘটলেও নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী অস্বচ্ছল পরিবার মামলা করার সাহস পাচ্ছিল না। সম্প্রতি নির্যাতনের ভিডিওটি ফেসবুকে আলোচনার জন্ম দিলে এলাকার লোকজনের সহায়তায় ওই কিশোরের মা ছয়জনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেন। মামলার আরেক আসামি বাবুল বাঝিকে (৪৫) মঙ্গলবার সকালে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। আদালত দ্ইু দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানান ওসি।  তিনি বলেন, বাবুলের দেয়া তথ্যে আমজাদকে গ্রেপ্তার করা হয়। আমজাদের নির্দেশে সেই দিন ওই কিশোরের ওপর নির্যাতন চালানোর কথা বাবুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মামলার এজাহারে বলা হয়েছে, ১৪ই নভেম্বর রাতে কবির তালুকদার নামে স্থানীয় এক ব্যক্তি তার প্রতিবেশী ওই কিশোরের বিরুদ্ধে মুরগি চুরির অভিযোগ করেন ইউপি সদস্য আমজাদের কাছে। এরপর আমজাদ ও জাহাঙ্গীরের নেতৃত্বে তাদের সহযোগীরা  ছেলেটিকে ধরে হাজারীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। সেখানে পিছমোড়া করে হাত ও পায়ের মাঝে লাঠি বেঁধে তাকে পেটানো হয়। পরে ওই কিশোর এবং তার কয়েকজন সঙ্গীকে মারধর করে কান ধরে উঠবস এবং নাকে খত দেওয়ানো হয়। উপস্থিত জনতার মধ্যে কেউ একজন ওই ঘটনা ভিডিও করেন এবং সম্প্রতি তা ফেসবুকে ছেড়ে দেওয়া হয়।