কাশেম স্যারের মৃত্যুতে শ্রীনগরে শোকের মাতম

0
1227

মো: আহসানউল্লাহ হাসানঃ বেলতলী জি.জে উচ্চ বিদ্যালয় ও শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের বাংলা সাহিত্যের সিনিয়র শিক্ষক আবুল কাশেম ইন্তেকাল করেছেন।

 

শুক্রবার রাত ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। ওই দিন রাত ৯ টার দিকে হঠাৎ সে অসুস্থ হয়ে পরলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান তার পরিবারের লোকজন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিডফোর্ট হাসপালে প্রেরন করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন এবং ছাত্র-ছাত্রী রেখে গেছেন। শনিবার সাড়ে ১১টায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রথম ও শ্রীনগর স্টেডিয়ামে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষক মরহুম আবুল কাশেমের লাশ বেজগাঁও কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও অসংখ্য ছাত্র-ছাত্রীরা শিক্ষা জীবনে নানা স্মৃতির বর্ণনা দিয়ে পোষ্ট দিচ্ছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 16 =