Site icon Aparadh Bichitra

সিঙাড়ার ভেতর মিললো সেদ্ধ করা টিকটিকি

কুলাউড়া উপজেলার হোটেল-রেস্তোরাঁগুলোতে পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগ অনেক দিনের।

 

৯ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজারের বৈশাখী রেস্টুরেন্টে এক ব্যক্তি সিঙাড়া খাবার সময় সিঙাড়ার ভেতরে সেদ্ধ করা আস্ত একটি টিকটিকি দেখতে পান। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন বাজারের ওই হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে দুজনকে আটক ও ৫০ হাজার টাকা জরিমানা করে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ জানান, ব্রাহ্মণবাজারের হোটেল-রেস্তোরাঁর নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের গোপন সংবাদের ভিত্তিতে এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বৈশাখী রেস্তোরাঁয় তৈরি খাবারের মধ্যে টিকটিকিসহ নোংরা খাবার পরিশেনের দায়ে রেস্তোরাঁর শাহিন ও কাইয়ুম নামে দুজনকে আটক ও রেস্তোরাঁ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডিত অপরাধী জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করে। অভিযানে উপজেলা ইউএনও অফিসের কর্মকর্তাসহ কুলাউড়া থানা পুলিশ অংশ নেয়। ইউএনও জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।