Site icon Aparadh Bichitra

আল-আরাফাহ্ ‘ইন্টারনাল ইনভেস্টমেন্ট রিস্ক রেটিং সিস্টেম’ বিষয়ক প্রোগ্রাম

অবি ডেস্ক: ৯ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-এর ট্রেইনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ইন্টারনাল ইনভেস্টমেন্ট রিস্ক রেটিং সিস্টেম’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) আল-আরাফাহ্ টাওয়ারে অনুষ্ঠিত হয়।

 

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামের উদ্বোধন করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার হুসনে আরা শিখা এ সময় বিভিন্ন বিনিয়োগ ঝুঁকি ও রিস্ক রেটিং সম্পর্কে আলোচনা করেন।

এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক সহ প্রধান কার্যলয়, জোনাল অফিস ও বিভিন্ন শাখার শীর্ষ নির্বাহীগণ অংশগ্রহণ করেন। ট্রেইনিং ইনস্টিটিউট এর প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারি অনুষ্ঠানটি পরিচালনা করেন।