গাভীর দুধে কীটনাশক ও অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে

0
1193

সরাসরি খামার থেকে সংগ্রহ করা গাভীর দুধে কীটনাশক ও অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে।

 

সংগৃহীত ৯ % দুধের নমুনায় কীটনাশক, ১৩% দুধে টেট্রাসাইক্লিন, ১৫% দুধে পাওয়া গেছে বেশি মাত্রার সিসা এবং ৩ % দুধে পাওয়া গেছে আফলাটক্সিন। আজ রোববার সকালে ফুড সেফটি ল্যাবরেটরিতে ল্যাব পরীক্ষার এসব তথ্য প্রকাশ করা হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন। এছাড়া প্যাকেট দুধেও পাওয়া গেছে টেট্রাসাইক্লিন ও বেশি মাত্রার সিসা। প্যাকেট দুধের ৬৬-৮০ % প্যাকেটে অণুজীব পাওয়া গেছে। দইয়ের নমুনার ৫১%-এ অণুজীব পাওয়া গেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven + 9 =