জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যু

0
746

ইয়েমেনে জোড়া লাগানো জমজ নবজাতক শনিবার সানায় মারা গেছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বিদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল।

 

রাজধানীতে বিদ্রোহীদের অবরোধের কারণে তাদের বিদেশে পাঠানো সম্ভব হয়নি। দুই সপ্তাহ আগে সানার বাইরে আব্দেলখালেক ও আব্দেলরহিম জন্মগ্রহণ করে। শিশু দুটির দেহ পরস্পরের সঙ্গে যুক্ত ছিল এবং তাদের একটি কিডনী ছিল। তবে তাদের হৃৎপিণ্ড ও ফুসফুস আলাদা ছিল। সানার আল-তাওরা হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. ফয়সাল আল-বাবিলি বলেন, তার হাসপাতালে নবজাতক শিশু দুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেশিনপত্র ও চিকিৎসা সরঞ্জামাদি নেই। তারা বুধবার শিশু দুটিকে জরুরি চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। হুতি বিদ্রোহীরা এই মৃত্যুর জন্য রিয়াদ নেতৃত্বাধীন সামরিক জোটকে দায়ী করেছে। শনিবার গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তারা জানায়, জোট বাহিনী ‘শিশুদের বিদেশে পাঠানোর জন্য বিমানবন্দর খুলতে রাজি হয়নি।’ এদিকে বুধবার রাতে সৌদি আরবের কিং সালমান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের প্রধান আব্দুল্লাহ্ আল-বাহিয়াহ্ বলেন, তার একটি চিকিৎসক দল শিশু দুটির চিকিৎসা দিতে প্রস্তুত ছিল।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 3 =