Site icon Aparadh Bichitra

প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় না দিলে সেখানে গণহত্যা হতো : পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের রাখাইনেই রোহিঙ্গাদের জন্য সেফ জোন তৈরি করতে হবে বলে জানিয়েছেন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেফ জোনের জন্য নতুন করে কাজ শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

 

আজ রবিবার রাজধানীর হোটেল কন্টিনেন্টালে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হোটেল কন্টিনেন্টালে ‘বাংলাদেশ ও মানবাধিকার’ -শীর্ষক এক সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার জাতিসংঘ অফিস। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফজোন তৈরি করতে হবে। আমরা এটা নিয়ে নতুন করে কাজ করছি। সেফজোনে ভারত, চীনসহ আশিয়ান দেশের সদস্যরা সহযোগিতা দিতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে সেখানে গণহত্যা হতো। আর সেটা হলে বিশ্বনেতারা মুখ দেখাতে পারতেন না।