Site icon Aparadh Bichitra

আদিতমারিতে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সেক্রেটারি সহ আহত-৫০

তন্ময় আহমেদ নয়ন: উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সময় লালমনিরহাটবুড়িমারী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েরোববার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় আদিতমারী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চান জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ সামছুল ইসলাম সুরুজের ছেলে বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর ভাইপো ফারুক ইমরুল কায়েস। যিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরেছেন। ছাড়াও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হকও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে রংপুর হয়ে বাড়ি ফেরা চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার অনুসারিরা মোটর সাইকেল শোভা যাত্রা নিয়ে মহিপুর শেখ হাসিনা সেতুর দিকে যাচ্ছিল। মোটর সাইকেল শোভা যাত্রাটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের কাছে পৌছলে বিক্ষুপ্ত আওয়ামীলীগের নেতাকর্মীরা রফিকুল অনুসারীদের পথ রোধ করলে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া পরে সংঘর্ষের ঘটনা ঘটেএদিকে,মনোনয়ন প্রাপ্ত সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল আলম অনুসারীরা আদিতমারি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাইদুল বাবুর উপর হামলা চালায়। হামলায় মাইদুল বাবু গুরুতর আহত হন,স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গুলি ছুড়েন। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। ভাংচুর করা হয় ১০/১২টি মোটর সাইকেল। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছেআদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, আতঙ্কের কিছু নেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে