ছাতকে পল্লীতে দুর্বৃত্তের দেয়া আগুনে ভষ্মীভুত সা‌ড়ে তিন টাকার মালামাল পু‌ড়ে ছাই

0
649

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি, ছাতকের পল্লীতে দুর্বৃত্তের দেয়া আগুনে ভষ্মীভুত হয়েছে কৃষকের দে‌ড়ি ও খড়ের ঘরসহ আগু‌নে পু‌ড়ে ছাই হ‌য়ে‌ছেন। এ ঘটনায় তিন গরু ওদুজন ব্য‌ক্তি‌ আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের স্থানীয় কৈতক হাসপাতা‌লে ভত‌ি হ‌য়ে‌ছে। গরু, দে‌ড়ি ও খ‌ড়ের ঘর তিন ঘ‌রে ভিত‌রে থাকার মালামাল ও ঘ‌রে সাম‌নে আম ও কাঠালসহ ২০ ‌টি বি‌ভিনজা‌তে গাছ ও আগু‌নে পু‌ড়ে গে‌ছে । এ ঘটনায় স‌ঙ্গে জ‌ড়িতকা‌রিদের চি‌হিুত ক‌রে আইনানুগত ব্যবস্থা নেয়ার জোর দা‌বি ক‌রে‌ছেন গ্রামবা‌সি । তিন ঘ‌রে প্রায় সা‌ড়ে তিন লাখ টাকার মালামাল ক্ষয় ক্ষ‌তি সা‌ধিত হয়।

গত শ‌নিবার মধ্য রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাহ পুর গ্রামে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় একই গ্রা‌মে মৃত্যু আব্দুল হান্না‌নের পুত্র শাহাবুদ্দীন,তাজির উ‌দ্দিন ও আল্ আ‌মিনসহ ৬জ‌নের না‌মে ইয়া‌হিয়া বাদী হ‌য়ে থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছে । অ‌ভি‌যোগ প্রে‌রি‌ক্ষে‌তে পু‌লিশ ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছে। জানা যায়,একই গ্রা‌মে তা‌জির উ‌দ্দিনের স‌ঙ্গে বি‌রো‌ধে জের ধ‌রে ভাড়া‌টিয়া সন্ত্রাসী দি‌য়ে তা‌দের দে‌ড়ি ও খ‌ড়ের ঘ‌রে মধ্য রা‌তে আগুন দি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছেন ব‌লে ইয়া‌হিয়া এসব অ‌ভি‌যোগ ক‌রেন। এ ঘটনায় গ্র‌ামবা‌সি তীব্র প্র‌তিবাদ জানান। শত্রুরা সি‌লেট থে‌কে সন্ত্রাসী দি‌য়ে কে‌রো‌সিন টে‌লে আগুন দিয়ে বছরের গো-খাদ্য পুড়িয়ে দেয়ায় গরু নিয়ে চরম বিপাকে পড়েছে কৃষকরা ক্ষতিগ্রস্থ পরিবার ইয়া‌হিয়া জানান, শনিবার রাতে বা‌ড়ি কাজ শেষ ক‌রে গো‌বিন্দগঞ্জ এলাকায় বাসা চ‌লে যাই । গভীব রা‌তে মোবাই‌লের ম‌ধ্যেমে জান‌তে পে‌য়ে‌ছি আমার বা‌ড়ি দে‌ড়ি ,গরু ও খ‌ড়ের ঘ‌রে আগুন দেয়া হ‌য়ে‌ছে । প‌রে গ্রা‌মে মধ্যরা‌তে অ‌নে‌কের মোবাই‌লের ফোন ক‌রে খবর জানালে গ্রামবা‌সি অ‌নেক চেষ্টা ক‌রে আগুন নিয়ন্ত্র‌নে আন‌তে পা‌রে‌নি । অব‌শেষ ঘ‌রে ভিত‌রে থাকা মালামাল পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। সবার রাতে পরিবারের সকল পুরুষরাই বা‌ড়ি বাই‌রে থাকায় এ সুযোগে রাতের গভীরতায় দুস্কৃতিকারীরা শত্রুতাবশত নুরুল্লাহ পুর গ্রা‌মের মৃত্যু হা‌জি করম উ‌দ্দি‌নের পুত্র ইয়া‌হিয়ার যৌথ ‌দে‌ড়ি ,গরু ও খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারন করে। প্রতিবেশীসহ বাড়ির লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। এতে তিন পরিবারের অন্তত ২০টি গরুর বছরের গো-খাদ্য ভস্মিভুত হয়। গৃহকর্তা ইয়া‌হিয়া সহ বাড়ির লোকজন জানান, কে বা কারা এসব ঘ‌রেতে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘরটিতে ৩ পরিবারের ৫ টি গরুর অন্তত ১বছরের গো-খাদ্য ছিল। এখন গো-খাদ্যের অভাবে গরু নিয়ে তারা বিপাকে আছেন। এ ঘটনার প্রায় বছর আগে একইভাবে আগুন দিয়ে গো-খাদ্য পুড়িয়ে দিয়ে ছিল দুর্বৃত্তরা। এ ঘটনার ব্যাপা‌রে থানায় যোগা‌যোগ কর‌লে এরকম কোন ঘটনা তার জানা নেই। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইউ‌পি মেম্বার ফখর উ‌দ্দিন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × two =