সন্তানদের একটি স্মার্টফোন কিনে না দিয়ে বই কিনে দিন : তথ্যমন্ত্রী

0
635

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাঙালি জন্মগতভাবে মেধাবী। দেশে ও দেশের বাইরে আমরা মেধার স্বাক্ষর রেখে চলেছি। মেধা বিকাশের অন্যতম উৎস বই।

 

একসময় আমাদের প্রজন্ম বই নিয়ে ব্যস্ত থাকত। এখন বই পড়ার নেশা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে গেছে। এটি সমাজের জন্য একটি বিরূপ প্রভাব ফেলেছে। রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সিটি মেয়র এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের তথ্যপ্রযুক্তির জ্ঞানার্জনের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সন্তানদের একটি স্মার্টফোন কিনে না দিয়ে বই কিনে দিন। আপনার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র, সমাজ এবং অনৈতিক কাজে ব্যস্ত কি-না তদারকি করুন। বর্তমান সরকারের অবদান তুলে ধরে হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকার একটি সৃষ্টিশীল জাতি গঠনে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী থেকে শুরু করে গ্রাম পর্যন্ত শিশু-কিশোরদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। তথ্যমন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, আপনাদের অনুরোধ জানাব খালেদা জিয়ার মুক্তির জন্য আপনারা আইনি লড়াই করুন। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, প্রকাশক শাহ আলম নিপু, কাউন্সিলর আবিদা আজাদ প্রমুখ। বইমেলায় বলাকা প্রকাশন থেকে প্রকাশিত লেখক জামাল উদ্দিনের লেখা চট্টগ্রামের লোকসাহিত্য এবং বসন্তের কাবিন নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen − 8 =