বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
615

অবি ডেস্ক: ১৯৭২ সনে ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর হমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন করেছে দেশের বীর মুক্তিযোদ্ধারা।

গতকাল সকাল ৭ টায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল চত্ত্বরে জাতীয় পতাকা ও সংসদ পতাকা উত্তোলন করেন দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাগণ। সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ করেন। এ সময়ে উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহানখান এমপি। বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইমাদত হোসেন মতিন, বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মোল্লা প্রমূখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × three =