রূপসায় জেলা শ্রমিকলীগ সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
546

রূপসা প্রতিনিঃ-খুলনা জেলা শ্রমিকলীগের সভাপতি বিএম জাফরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রুপসা বাগেরহাট আন্ত: জেলা বাস শ্রমিক ইউনিয়নের এডহক কমিটির আহবায়ক কুতুব উদ্দিন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) শ্রমিকলীগ নেতার চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বাঁচতে ও তার বিচার চেয়ে রূপসা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভোক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শ্রমিক নেতা কুতুব উদ্দিন অভিযোগ করে বলেন, জেলা শ্রমিকলীগের সভাপতি বিএম জাফর বিভিন্ন কায়দায় দলের নেতাদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে আসছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ধুরন্ধর প্রকৃতির অর্থলোভী স্বেচ্ছাচারী বি এম জাফর আগে ছিল বাংলাদেশ ম্যাচ কোম্পানির একজন সাধারন শ্রমিক। তারপর  থেকে তার নামের পূর্বে বি এম শব্দটি সংযোজিত হয়েছে। তিনি গত ৫ বছরে বিভিন্ন সময় আমি সহ ৬ জনকে বহিষ্কার করেছে। তিনি আরো বলেন আপনারা জেনে অবাক হবেন যে, তিনি সংগঠনের স্বঘোষিত সভাপতি। শ্রমিক ইউনিয়নের অনুমোদিত গঠন তন্ত্রের ১৯ এর ধারা অনুযায়ী ২ বছরের জন্য কমিটি গঠিত হয়।  সেই হিসাবে কমিটির মেয়াদ গত ৩০/০৬/১৮ তারিখে শেষ হয়। গঠন তন্ত্রের ১৮ ধারা অনুযায়ী কার্য নির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনের পূর্বেই একটি সাব কমিটি গঠন করবে। সেই কমিটি কার্যনির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে নির্বাচন পরিচালনা করবে। কিন্তু তিনি গঠন তত্ত্বের বর্নিত আইন কানুন উপেক্ষা করে রুপসা বাগেরহাট আন্তজেলা সড়ক শ্রমিক ইউনিয়নের সমস্ত সদস্যদের সঞ্চিত তহবিল যা কার্য নির্বাহী কমিটির কাছে আমানত হিসেবে থাকে। যার পরিমান ছিল ১,২৯,২৪,০০০ টাকা। কিন্তু তিনি সেই অর্থ ইউনিয়নের তহবিলে জমা না করে প্রতারনার মাধ্যমে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করে। যে কারনে মটর শ্রমিকেরা আজ ক্ষুদ্ধ হয়ে উঠেছে। এছারা ঘাট মাঝি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রার্থীদের জয়ী করার প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা হিতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনের সাধারন সম্পাদক হারেজ মাঝি। তিনি মাঝি সংগঠনের কাছ থেকে ১ হাজার ও ভ্যান রিক্সা শ্রমিক সংগঠনের কাছ থেকে প্রতিদিন ৮০০ টাকা চাঁদা গ্রহন করেছেন। এছাড়া সাধারণ বাস মালিকদের ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। রুপসার জনৈক সালমা বেগমের গাড়ীর রোটেশন বন্ধ করার ভয় দেখিয়ে তার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ১লক্ষ ৫০ হাজার টাকা একই ভাবে বাস মালিক হারুন মোল্লার কাছ থেকে হাতিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং আব্দুস সালামের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৩ লক্ষ টাকা। কুতুব উদ্দিন সাংবাদিকদের উদেশ্যে করে বলেন। আপনারা জাতির বিবেক আপনাদের লেখনির মাধ্যমে বি এম জাফরের প্রকৃত রুপ জন সম্মুখে উপস্থাপন করে শ্রমিক সমাজের পাশে থাকবেন বলে আমাদের প্রত্যাশা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মোঃ কুতুব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিকলীগ নেতা আজগার আলি শেখ, মহিউদ্দিন চৌধুরী, মোঃ বাবুল শিকদার প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + four =