সাদ্দাম হোসেন ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পত্তি জব্দ করার পথে বর্তমান সরকার

0
831

ইরাকের প্রভাবশালী সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পত্তি জব্দ করার পথে বর্তমান সরকার। ইতোমধ্যে দেশটির সরকার আইনটি মন্ত্রিসভায় অনুমোদন করেছে।

 

ইরাকের প্রভাবশালী সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পত্তি জব্দ করার পথে বর্তমান সরকার। ইতোমধ্যে দেশটির সরকার আইনটি মন্ত্রিসভায় অনুমোদন করেছে। এ আইনের আওতায় সাদ্দাম হোসেনসহ তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে থাকবে। ইরাকের প্রধানমন্ত্রীর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকের সংবিধানের ৭২ নং দফার ২০১৭ সংশোধনী অনুযায়ী সাদ্দাম হোসেনের সম্পত্তি বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর পক্ষে-বিপক্ষে আলোচনার জন্য আইনটি এখন সংসদে উত্থাপিত হবে। ইরাকের সংসদে পাশ হলেই কার্যকর হবে এ আইনটি। ইরাক সরকার গত বছরের মার্চে বিলুপ্ত হতে চলা বাথ পার্টির ৪ হাজার ২৫৭ নেতার সম্পত্তি জব্দ করার ব্যাপারে উদ্যোগী হয়। যাদের মধ্যে ৫২ জন এমন নেতা রয়েছে, যাদের কেউ ফাঁসিপ্রাপ্ত বা জেলে রয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 + 4 =