এবারে বই মেলায় কামাল হোসেন টিপু’র উপন্যাস ‘এত কাছে তুমি তবু দূরে’ সাড়া ফেলেছে

0
5092

জাতীয় গ্রন্থমেলা ২০১৯ ইং। এবারের গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কামাল হোসেন টিপু রোমান্টিক উপন্যাস ‘এত কাছে তুমি তবু দূরে’।
উপন্যাসের সার সংক্ষেপ: নায়ক নিলক হাসান সাদামাটা চরিত্রের মানুষ। এ সাদামাটা চরিত্রের কারণে নিলককে ভালোবেসে ফেলে নায়িকা নবনিতা। মূলত নায়ক নিলক আর নায়িকা নবনিতার স্কুল জীবনের প্রেমের সূত্র ধরে উপন্যাসের পথচলা। মাঝে হঠাৎ নায়িকার বদলে যাওয়া কিংবা বিলাসী ভাবনা তাদের প্রেমে বিরহের বীজ বোনে। একটা সময় নায়িকার জীবনে প্রেমের বার্তা নিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী লিখন। আর তখন কাহিনীতে চলে আসে ত্রিভুজ প্রেমের নিখুঁত উপাখ্যান।

বাড়তে থাকে সুখ-দুঃখ, মিলন-বিরহ ও চাওয়া-পাওয়ার সম্মিলিত মিশ্রণ। একটা সময় ছদ্মনামে উপন্যাস লিখে খুব সাধারণ নিলক বিখ্যাত হয়ে ওঠে। আর অপরিচিত লেখকের উপন্যাস পড়ে নিজের অতীতকে খুঁজতে খুঁজতে নবনিতা আবার তার সাদামাটা নিলকের কাছে ফিরে যায়। আর তখন নিলক কি নবনিতাকে গ্রহণ করবে, নাকি প্রত্যাখ্যান করবে?
এমন টান টান উত্তেজনার মধ্য দিয়ে উপন্যাসের কাহিনী সমাপ্তি দিকে এগিয়ে যায়। শেষ দিকে গভীর ভালোবাস আর অনেক অভিমান ফুটে উঠে নিলকের কথায়- ‘লোকে বলে আমি বাউ-ুলে। যদি এভাবে থাকার নাম বাউ-ুলে হয়। তবে আমৃত্যু আমি বাউ-ুলেই থাকব। আর এ বাউ-ুলেকে তুমি নিতাই তো একদিন শেখালে ভালোবাসা। তবে আজ কোন ঘৃনা বুকে নিয়ে আমায় তুমি রেখেছ দূরে।
কেন বলো, আমাকে একা করে চলে গেলে। তোমায় খুব মনে পড়ে নিতা। খুব মনে পড়ে। একদিন খুব অবাক করে দিয়ে তুমি কি আবার আমার জীবনে ফিরে আসতে পারো না? এমন কি ছিল একটি রাত, যে রাতে আমি কাঁদিনি। এমন কি ছিল একটি সকাল, যে সকালে তোমাকে ভাবিনি। এমন কি ছিল একটি দুপুর, যে দুপুরে তোমায় মনে রাখিনি। এমন কি ছিল একটি বিকেল, যে বিকেলে তোমায় আমি খুঁজিনি।’
বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন হিমেল হক। বইটি পাওয়া যাবে মেলার ১৮ নং প্যাভিলিয়নে। মূল্য ধরা হয়েছে ২৪০ টাকা। লেখকের প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলো হলো- ঝরাপাতা (কাব্যগ্রন্থ), চিঠি (উপন্যাস), বাউ-ুলে (কাব্যগ্রন্থ), মায়া (উপন্যাস), বেঁচে থাকা (উপন্যাস), বিষণ্ন বিকেল (উপন্যাস)।
কামাল হোসেন টিপুর জন্ম ১৯৮৩ সালের ১৫ জুলাই। জন্মস্থান লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আলীপুর গ্রামে। তিনি ১৯৯৯ সালে ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিএসএস পাস করেন। তারপর তিনি ঢাকার তেজগাঁও কলেজ থেকে এমএসএস পাস করেন।
কামাল হোসেন টিপু পেশায় সাংবাদিক। তিনি দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক (সিনিয়র সাব-এডিটর) ও মফস্বল ইনচার্জ (ন্যাশনাল ডেস্ক ইনচার্জ) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য। এছাড়া কামাল হোসেন টিপু লক্ষ্মীপুর জেলার সামাজিক সংগঠন চলন্তিকা ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বইটি পেতে যোগাযোগ করুন-০১৭২৭-৩০৩০০৪.

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 + 9 =