Site icon Aparadh Bichitra

দশমিনায় ইভটিজিং এর দায়ে এক যুবককে কারাদন্ড

ফয়েজ আহমেদ:পটুয়াখালী  দশমিনা উপজেলার খারিজা বেতাগী গ্রামে ইভটিজিং এর দায়ে এক বখাটে যুবককে এক বছরের কারাদন্ড দিয়াছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস। এ সাজা। সাজা প্রাপ্ত বখাটে যুবক মাহাবুব উপজেলার ০৪নং বেতাগী সানকিপুর ইউনিয়নের খারিজা বেতাগী গ্রামের সানু হাফেজ মৃধার ছেলে।
মাহাবুব পেশায় একজন মটরসাইকেল চালক।জানা যায়, বখাটে মাহাবুব জাফরাবাদ বি.শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর এক ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রতিনিয়ত উত্তক্ত  করতো। রবিবার সকাল ১১টার  ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে মাদ্রাসার সামনের রাস্তায় পৌছালে আবারও পথরোধ করে ঐ বখাটে। এসময় মেয়েটির ডাক চিৎকারে এলাকাবাসী  বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিবুল আলমকে জানান। চেয়ারম্যান ঐ যুবক মাহাবুবকে আটক করার নির্দেশ দিলে, এলাকাবাসী তাকে আটক করে দশমিনা থানায় খবর দিন এবং দশমিনা থানার এস.আই মিজানুর রহমান বখাটে মাহাবুবকে নিয়ে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে  আদালত মাহাবুবকে এক বছরের সাজা প্রদান করেন।