ওয়াজের জন্য যারা চুক্তি করে টাকা নেন তারা আলেম নামের কলঙ্ক : আল্লামা ওলীপুরী

0
693

নিহার মামদুহ : ওয়াজ করার জন্য যেসব আলেম চুক্তি করে টাকা নেন, তারা আলেম নামের কলঙ্ক বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত আলেমে দীন ও বিশিষ্ট বক্তা মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী।

 

তিনি বলেন, ফেসবুকে দেখলাম, একজন আলেম চুক্তি করে পঞ্চাশ হাজার টাকা নিয়েও মাহফিলে যান নি। যারা চুক্তি করে পয়সা নিয়ে মাহফিলে যান তারা আলেম নামের কলঙ্ক।

শুক্রবার রাজধানীর চৌধুরীপাড়ায় শেখ জনুরুদ্দীন দারুল কুরআন মাদরাসা আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথির আলোচনায় মাওলানা ওলীপুরী একথা বলেন।

মাওলানা ওলীপুরী বলেন, আলেম তো সবার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন, ইলম শেখাবেন এবং সর্বস্তরের জনগণকে আল্লাহর প্রতি ডাকবেন।

তিনি বলেন, আলেম দুই প্রকার-

এক. সমাজের দৃষ্টিতে আলেম। অর্থাৎ, এমন আলেম যে পড়ালেখা করেছে ঠিক তবে কাজে বাস্তবায়ন নেই। এলেম অনুযায়ী আমল নেই। এই জাতীয় আলেমরা আসলে আলেম নামের কলংক।

দুই. এমন আলেম যিনি ইলম অনুযায়ী আমল করেন এবং সেমতে জীবনযাপন করেন। সমাজে তিনি আলেম হন বা না হন আল্লাহর দৃষ্টিতে তিনিই আলেম। এমন আলেমরাই মূলত নবীগণের ওয়ারিশ। আর মৌলিকভাবে কওমি মাদরাসার উদ্দেশ্যই হলো ইলমানুযায়ী জীবনযাপন করে এমন আলেম তৈরি করা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven − two =